Site icon স্বরবর্ণ

গুচ্ছ ভর্তি পরীক্ষার মেরিট লিস্ট

গুচ্ছ ভর্তি পরীক্ষার মেরিট লিস্ট

গুচ্ছ ভর্তি পরীক্ষার মেরিট প্রকাশিত । ৫ জুন দুপুর ১২ টা থেকেই প্রাথমিক ভর্তি নিশ্চিতকরণ শুরু হবে। প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ০৫ জুন থেকে ০৭ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে। 

গুচ্ছ ভর্তি পরীক্ষার মেরিট দেখার নিয়ম

প্রথম ধাপের মেরিট লিস্ট দেখার জন্য আপনি নিচের ধাপ গুলো অনুসরণ করতে পারেন

এছাড়াও জিএসটি ওয়েবসাইটে পিডিএফ আকারেও মেরিট লিস্ট প্রকাশিত হবে।

গুচ্ছ প্রাথমিক ভর্তি ও ফি প্রদানঃ

ফলাফল পাওয়ার পর আপনি যে বিশ্ববিদ্যালয় সুযোগ পেয়েছেন সেখানে ০৫ জুন দুপুর ১২:০০ টা থেকে ০৭ জুন রাত ১১:৫৯ টার মধ্যে প্রাথমিক ভর্তি ও ফি প্রদানের কাজ সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি ফি ৫০০০ টাকা।

Recent Posts

গুচ্ছ ভর্তি মূল কাগজপত্র জমা

প্রাথমিক ভর্তি ফি প্রদান করার পর ০৬ জুন সকাল ১০:০০ টা থেকে ০৮ জুন বিকাল ০৩:০০ টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

গুচ্ছে প্রথম মেরিট লিস্ট কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে?

এ ইউনিট (বিজ্ঞান বিভাগ) :

৪০+ মার্ক থাকলে ১৮ হাজার পর্যন্ত সিরিয়াল যেতে পারে।( যারা গণিত ও জীববিজ্ঞান এর উত্তর দিয়েছে)

বি ইউনিট (মানবিক বিভাগ) :

৪৫+ মার্ক থাকলে ৫০০০-৫৫০০ পর্যন্ত সিরিয়াল যেতে পারে এবং সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে প্রথম মেরিটেই সাবজেক্ট আসতে পারে।

সি ইউনিট (ব্যবসায় বাণিজ্য বিভাগ):

৫৫+ মার্ক থাকলে ৪৫০০-৫০০০ পর্যন্ত সিরিয়াল থাকলে প্রথম মেরিটেই সাবজেক্ট আসতে পারে।

আরো জানুনঃ

গুচ্ছ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সময় যে সতর্কতাগুলো লক্ষ্যনীয়

বিশ্ববিদ্যালয় ভর্তি এবং কলেজ ভর্তি সম্পর্কিত আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন.

Exit mobile version