ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তির অনলাইন আবেদন ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। গার্হস্থ্য অর্থনীতি কলেজ ভর্তি পরীক্ষা আগামী ২৫মে ২০২৪ শনিবার সকাল ১১:০০টা থেকে ১২:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিট হচ্ছে ঢাবির জীববিজ্ঞান অনুষদের একটি স্বতন্ত্র ইউনিট। এই ইউনিটে মোট ৬টি কলেজ অন্তর্ভুক্ত রয়েছে। এগুলোর মধ্যে একটি সরকারি ও ৫টি বেসরকারি কলেজ। অনেকেই জানতে চায়, গার্হস্থ্য অর্থনীতি কলেজ কোথায়। কলেজগুলো হলো-
- ১। গর্ভমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (সরকারি)
- ২। বাংলাদেশ হোম ইকোনোমিক্স কলেজ (বেসরকারি)
- ৩। ন্যাশনাল কলেজ অব হোম ইকোনোমিক্স (বেসরকারি)
- ৪। ময়মনসিংহ হোম ইকোনোমিক্স কলেজ (বেসরকারি)
- ৫। আকিজ কলেজ অব হোম ইকোনোমিক্স (বেসরকারি)
- ৬। বরিশাল হোম ইকোনোমিক্স কলেজ (বেসরকারি)
গার্হস্থ্য অর্থনীতি কলেজ আসন সংখ্যা
মোট আসন সংখ্যা ২৪২০টি।
- ১। গর্ভমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স- ৯৫০টি
- ২। বাংলাদেশ হোম ইকোনোমিক্স কলেজ- ৫০০টি
- ৩। ন্যাশনাল কলেজ অব হোম ইকোনোমিক্স- ৫০০টি
- ৪। ময়মনসিংহ হোম ইকোনোমিক্স কলেজ- ৯০টি
- ৫। আকিজ কলেজ অব হোম ইকোনোমিক্স- ২৫০টি
- ৬। বরিশাল হোম ইকোনোমিক্স কলেজ- ১৩০টি
হোম ইকোনমিক্স কলেজ ভর্তি যোগ্যতা ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজে ভর্তি হতে একজন ছাত্রীর এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয় সহ সর্বমোট জিপিএ ৫.৫ ও পৃথকভাবে নূন্যতম জিপিএ ৩.০০ পেতে হবে। বিস্তারিত…………
হোম ইকোনমিক্স কলেজ সাবজেক্ট লিস্ট
গার্হস্থ্য অর্থনীতি সাবজেক্ট মোট ৫টি। এগুলো হলো-
- ১। খাদ্য ও পুষ্টিবিজ্ঞান
- ২। সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনরশিপ
- ৩। শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক
- ৪। শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা
- ৫। বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প
গার্হস্থ্য অর্থনীতি কলেজ পড়ার খরচ
সরকারি কলেজের বাৎসরিক আনুমানিক খরচ ৬,০০০ টাকা এবং বেসরকারি কলেজের বাৎসরিক আনুমানিক খরচ ২৫,০০০ থেকে ৪৫,০০০ টাকা।
গার্হস্থ্য অর্থনীতি কলেজ ভর্তি পরীক্ষার মানবন্টন
হোম ইকোনমিক্স কলেজ ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। মোট ৪টি সাবজেক্টের উত্তর দিতে হবে।
গার্হস্থ্য অর্থনীতি কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন
- বাংলা- ২৫ (আবশ্যিক)
- ইংরেজি- ২৫ (আবশ্যিক)
- আইসিটি- ২৫ (আবশ্যিক)
বিজ্ঞান বিভাগ- (যেকোন ১টি)
- রসায়ন- ২৫ অথবা সাধারণ জ্ঞান- ২৫
ব্যবসায় উদ্যোগ বিভাগ- (যেকোন ১টি)
- হিসাববিজ্ঞান-২৫ অথবা সাধারণ জ্ঞান- ২৫
মানবিক বিভাগ- (যেকোন ১টি)
- অর্থনীতি- ২৫ অথবা সাধারণ জ্ঞান- ২৫
গার্হস্থ্য অর্থনীতি কলেজ ভর্তি পরীক্ষার রেজাল্ট
- গার্হস্থ্য অর্থনীতি কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন উচ্চ মাধ্যমিকের পাঠ্য বই থেকে করা হবে।
- পাশ নম্বর ৩৫।
- নেগেটিভ মার্কিং নেই।
গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়
- এটি ঢাবির জীববিজ্ঞানের নিজস্ব অনুষদ।
- ট্রান্সপোর্ট সুবিধা নেই।
- সরকারি কলেজে শুধু হল আছে।
- গ্রাজুয়েশন শেষে কনভোকেশন ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হয়।
- মেরিট স্কলারশিপ ও ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।(শর্ত সাপেক্ষে)
- অনার্স ইংরেজিতে শেষ করলে MOI দেয়া হয়।
- সিলেবাস, সার্টিফিকেট, পরীক্ষাসহ সকল কার্যাবলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ দ্বারা নিয়ন্ত্রিত হয়।
সূত্রঃ home economics college admission website