Site icon স্বরবর্ণ

গার্হস্থ্য অর্থনীতি কলেজ ভর্তি ২০২৩-২০২৪

হোম ইকোনমিক্স কলেজ ভর্তি যোগ্যতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তির অনলাইন আবেদন ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। গার্হস্থ্য অর্থনীতি কলেজ ভর্তি পরীক্ষা আগামী ২৫মে ২০২৪ শনিবার সকাল ১১:০০টা থেকে ১২:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিট হচ্ছে ঢাবির জীববিজ্ঞান অনুষদের একটি স্বতন্ত্র ইউনিট।  এই ইউনিটে মোট ৬টি কলেজ অন্তর্ভুক্ত রয়েছে। এগুলোর মধ্যে একটি সরকারি ও ৫টি বেসরকারি কলেজ। অনেকেই জানতে চায়, গার্হস্থ্য অর্থনীতি কলেজ কোথায়। কলেজগুলো হলো-

গার্হস্থ্য অর্থনীতি কলেজ আসন সংখ্যা

মোট আসন সংখ্যা ২৪২০টি।

হোম ইকোনমিক্স কলেজ ভর্তি যোগ্যতা ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজে ভর্তি হতে একজন ছাত্রীর এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয় সহ সর্বমোট জিপিএ ৫.৫ ও পৃথকভাবে নূন্যতম জিপিএ ৩.০০ পেতে হবে। বিস্তারিত…………

হোম ইকোনমিক্স কলেজ সাবজেক্ট লিস্ট

গার্হস্থ্য অর্থনীতি সাবজেক্ট মোট ৫টি। এগুলো হলো-

গার্হস্থ্য অর্থনীতি কলেজ পড়ার খরচ

সরকারি কলেজের বাৎসরিক আনুমানিক খরচ ৬,০০০ টাকা এবং বেসরকারি কলেজের বাৎসরিক আনুমানিক খরচ ২৫,০০০ থেকে ৪৫,০০০ টাকা।

গার্হস্থ্য অর্থনীতি কলেজ ভর্তি পরীক্ষার মানবন্টন

হোম ইকোনমিক্স কলেজ ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। মোট ৪টি সাবজেক্টের উত্তর দিতে হবে।

গার্হস্থ্য অর্থনীতি কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন

বিজ্ঞান বিভাগ- (যেকোন ১টি)

ব্যবসায় উদ্যোগ বিভাগ- (যেকোন ১টি)

মানবিক বিভাগ- (যেকোন ১টি)

গার্হস্থ্য অর্থনীতি কলেজ ভর্তি পরীক্ষার রেজাল্ট

গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়

সূত্রঃ home economics college admission website

Exit mobile version