রাজশাহী বিশ্ববিদ্যালয় কাট মার্ক ২০২৪ সম্পর্কে যদি জানতে চান তবে পোস্টটি আপনার জন্য।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত ৫, ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হয়েছে। সকল ইউনিটে মোট ৭২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য বিবেচিত হয়েছে। প্রতি শিফটে মোট ১৮,০০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।
রাবিতে চারটি শিফটে ভর্তি পরীক্ষা হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ফলাফল ২০২৪ ভিন্ন ভিন্ন হয়ে থাকবে। কোনো শিফটে কাট মার্ক বেশি, কোনো শিফট কাট মার্ক কম হবে।
রাবি এ ইউনিটের কাট মার্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষে এ ইউনিটের কাট মার্কস ছিলো ৪৭.৭৫।
২০২২-২৩ শিক্ষাবর্ষে রাবি শিফট ভিত্তিক এ ইউনিটের কাট মার্কস
- শিফট ১: ৫৩.০০ , ১১০৯ তম পজিশন
- শিফট ২: ৫০.৫০ , ১২৪১ তম পজিশন
- শিফট ৩: ৪৭.৭৫ , ১২১১ তম পজিশন
- শিফট ৪: ৪৯.০০ , ১০৩৪ তম পজিশন
এ বছর ৬৫+ নম্বর পেলেই নিশ্চিত সাবজেক্ট পাওয়া যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট চান্স নম্বর ৪৫.০০ – ৫১.০০ এর মধ্যে হতে পারে।
RU B unit cut mark – রাবি বি ইউনিট
গত বছর রাবি বি ইউনিট কাট মার্ক নিশ্চিত ভাবে জানা যায় নি।
২০২২-২৩ শিক্ষাবর্ষে রাবি শিফট ভিত্তিক বি ইউনিটের কাট মার্কস
- শিফট ১: ৫৮+ , ১১০২ তম ( বানিজ্য )
- শিফট ২: ৬০+ , ২০৭ তম ( বিজ্ঞান )
- শিফট ৩: ৬২+ , ১০৬ তম ( মানবিক )
এ বছর ৬৫+ নম্বর পেলেই নিশ্চিত সাবজেক্ট পাওয়া যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট চান্স নম্বর ৫৬.০০ – ৬৪.০০ এর মধ্যে হতে পারে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট কাট মার্ক
গত বছর RU C unit cut mark ছিলো ৪৮.৭৫ গণিত ও জীববিজ্ঞান দাগিয়ে। শুধু জীববিজ্ঞান দাগিয়ে রাবি কাট মার্ক ছিলো ৫১.২৫ নাম্বার।
শিফট ভিত্তিক গত বছরের রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট চান্স নম্বর
- শিফট ১: ৪৮.৭৫ , ১৬০২ তম পজিশন
- শিফট ২: ৫৭.২৫ , ১৪০৫ তম পজিশন
- শিফট ৩: ৫৮.২৫ , ১৪২৮ তম পজিশন
- শিফট ৪: ৫০.২৫ , ১৮১৪ তম পজিশন
- শিফট ৫: ৭৪.৭৫ , ৯৩ তম পজিশন ( মানবিক ও বাণিজ্য )
বিজ্ঞান থেকে ৬৫+ নাম্বার পেলে নিশ্চিত চান্স হবে। RU C unit cut mark 2024 গণিতের ক্ষেত্রে ৬০+ ও জীববিজ্ঞানের ক্ষেত্রে ৬৫+ হতে পারে।
রাবি সাবজেক্ট চয়েস ২০২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী এ বছর সাবজেক্ট চয়েজ ২৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত চলবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন RU Website