Site icon স্বরবর্ণ

রেলওয়ে টিকেট অনলাইন

রেলওয়ে টিকেট অনলাইন

রেলওয়ে টিকেট অনলাইন

রেলওয়ে টিকেট অনলাইন বুকিং করার উপযুক্ত সময় ঈদে। আসছে ঈদে অনেকেই নিজেদের গ্রামের বাড়িতে যাবেন। পরিবারের সাথে ঈদ করতে গ্রামে যাবার আনন্দ বহুগুণে বাড়িয়ে দেয় রেলওয়ে টিকিট অনলাইনে বুকিং করার মাধ্যমে। অনেকে বাসে ভ্রমণ করতে পারেন না বা সুবিধাবোধ করেন না। তাদের জন্য রেলের টিকিট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং 

অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় করা যায় খুব সহজেই। রেলের টিকিট অনলাইনে কাটার আগে কিছু নিয়ম জানতে হয়। আপনার নিজের ইচ্ছে মতো অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন না। রেল সেবা রেজিস্ট্রেশন নিয়ম অনুযায়ী রেলওয়ে টিকিট অনলাইন বুকিং করতে হবে।

রেলওয়ে টিকেট অনলাইন

বিকাশ অ্যাপ ডাউনলোড ও সাইন আপ করতে ট্যাপ করুন: INSTALL NOW

অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম

বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং মোবাইল ফোন দিয়েও সহজেই করতে পারবেন। রেলওয়ে টিকেট অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করতে হবে।

বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং করার জন্য আপনার একাউন্টটি প্রস্তুত। 

ট্রেনের টিকেট অনলাইনে কিভাবে কাটা যায়?

অনলাইনে রেলওয়ে টিকিট কাটার নিয়ম খুবই সহজ। এখন আমরা খুব সহজেই ঘরে বসেই ট্রেনের টিকিট বুক করতে পারি। নিচে অনলাইনে রেলওয়ে টিকিট কাটার বিস্তারিত নিয়ম দেওয়া হল:

বাস, ট্রেন ও বিমানের টিকেট সংক্রান্ত তথ্য পেতে ভিসিট করুন – VISITE NOW

railway ticket online book

রেলওয়ে টিকেট অনলাইনে বুকিং করার সময় কি কি ধাপ অনুসরণ করতে হয় তা উপরে বিস্তারিত তুলে ধরা হলো। এবার আমরা জানবো অনলাইনে ট্রেনের টিকিট কখন ছাড়ে। সাধারণত প্রতিদিন সকাল ৮ টায় পরবর্তী ৫ দিন আগের টিকিট অনলাইনে ছাড়া হয়। ঈদ উপলক্ষে বিশেষভাবে ট্রেনের টিকিট ১০ দিন আগে ছাড়ে। আশাকরি, যারা জানতে চেয়েছেন ট্রেনের টিকিট কত আগে ছাড়ে? তাদের উত্তর পেয়েছেন।

FAQ:

  • রেলওয়ে টিকিট কিভাবে কাটতে হয়?
  • – রেলওয়ে টিকিট কিভাবে কাটতে হয় তা নিয়েই আজকের পোষ্ট। উপরে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
  • বাংলাদেশ রেলওয়ে রেজিস্ট্রেশন এসএমএস?
  • – বাংলাদেশ রেলওয়ে রেজিস্ট্রেশন করতে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে BR > আপনার NID নম্বর > জন্ম তারিখ লিখে এসএমএস পাঠিয়ে দিন 26969 নম্বরে।
  • বাংলাদেশে ট্রেনে কত বছরের বাচ্চার টিকিট লাগে?
    – ৫ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য রেলওয়ে টিকেট লাগে না।

Exit mobile version