Site icon স্বরবর্ণ

নটরডেম কলেজে পড়ার খরচ কত

নটরডেম কলেজে পড়ার খরচ কত

নটরডেম কলেজে পড়ার খরচ কত

নটরডেম কলেজে পড়ার খরচ কত তা নিয়ে প্রতিবছর শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চিন্তা থাকে। আজকে আমরা নটরডেম কলেজে পড়ার খরচ কত তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আমরা আজকে আলোচনা করবো নটরডেম কলেজে মাসিক বেতন, ভর্তি ফি সহ অন্যান্য খরচ গুলো নিয়ে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের হিসাব নিচে তূলে ধরা হল-

বিভাগটিউশন ফি (জানুয়ারি – মার্চ, ২০২৪)ল্যাব ও অন্যান্য ফিমোট টাকার পরিমাণ
বিজ্ঞান শাখা ইংলিশ ভার্সন৯,৬০০/-৭,৭০০/-১৭.৩০০/-
বিজ্ঞান শাখা বাংলা মাধ্যম৪,৮০০/-৫,৯০০/-১০,৭০০/-
মানবিক শাখা৩,৬০০/-৪,৩০০/-৭,৯০০/-
ব্যবসায় শিক্ষা শাখা৩,৬০০/-৪,৩০০/-৭,৯০০/-

নটর ডেম কলেজ, ঢাকা সম্পর্কে

বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নটর ডেম কলেজ, ঢাকা। প্রতিবছর নটরডেম কলেজে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হয়। ছাত্রদের থাকার জন্য নটরডেম কলেজের নিজস্ব হোস্টেল সুবিধা আছে। অনেক শিক্ষার্থী মেস বা বাসা ভাড়া করেও থাকেন। ঢাকার থাকার জায়গা ভেদে ভাড়া ভিন্ন ভিন্ন হতে পারে তবে ৫,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে থাকার খরচ হয়ে যাবে। নটরডেম কলেজে কতজন শিক্ষার্থী চান্স পায়? তা অনেকের প্রশ্ন থাকে।

নটরডেম কলেজে পড়ার সুবিধা

ঢাকা নটরডেম কলেজ পড়ার নানান সুবিধা রয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজের মধ্যে নটরডেম কলেজ অন্যতম। এই কলেজ থেকে অধ্যায়ন করা ছাত্ররা ভালো রেজাল্ট করার পাশাপাশি দেশের নামকরা বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি হবার সুযোগ পায়। এই কলেজে বিশ্বমানের সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি শিক্ষা প্রদান করা হয়। নটরডেম কলেজে শৃঙ্খলা বজায় রাখতে ভালো নিয়মের মধ্যে থাকতে হয় ছাত্রদের।

নটরডেম কলেজে পড়ার খরচ কত
নটরডেম কলেজে পড়ার খরচ কত

নটরডেম কলেজের মাসিক বেতন

প্রতি ৩ মাস পর পর নটরডেম কলেজের মাসিক বেতন নেয়া হয়। পূর্ববর্তী বছরের হিসাব অনুসারে ইংলিশ ও বাংলা ভার্সনের জন্য নটরডেম কলেজের মাসিক বেতন কত তা নিচে তুলে ধরা হলো। ২০২১-২২ শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী:

বিভাগভার্সনভর্তি ফি (টাকা)মাসিক বেতন (টাকা)
বিজ্ঞানইংরেজি৮,৫০০২,৬০০
বিজ্ঞানবাংলা৭,৫০০১,৩০০
ব্যবসায় শিক্ষাবাংলা৭,৫০০১,০০০
মানবিকবাংলা৭,৫০০১,০০০

উল্লেখ্য: এই তথ্য ২০২১ সালের, এবং সময়ের সাথে সাথে ফি পরিবর্তিত হতে পারে। সর্বশেষ তথ্যের জন্য কলেজের অফিসিয়াল ওয়েবসাইট বা সরাসরি কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা উচিত।

নটরডেম কলেজে পড়ার যোগ্যতা

প্রতিবছর ভর্তি পরীক্ষার মাধ্যমে একজন ছাত্র নটরডেম কলেজে পড়ার যোগ্যতা অর্জন করেন। নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকতে হয় এই কলেজে ভর্তি হতে। নিচে সেগুলো আলোচনা করা হলো:

1. নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষার জন্য যোগ্যতা

নটর ডেম কলেজে ভর্তি হতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়। সাধারণত, নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে:

2. নটর ডেম কলেজে বিভাগ অনুযায়ী যোগ্যতা

নটর ডেম কলেজে সাধারণত ৩টি বিভাগের (বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক) ভর্তি হয়। প্রতিটি বিভাগের জন্য কিছু বিশেষ যোগ্যতা থাকতে পারে:

তবে, বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা কোনভাবেই ইংরেজি ভার্সনে আবেদন করতে পারবে না।

নটরডেম কলেজ ভর্তি গাইড

নটরডেম কলেজ ভর্তি গাইড কোথায় পাবেন তা নিয়ে অনেকের চিন্তা থাকে। খুব সহজেই নটরডেম কলেজ ভর্তি গাইড পেতে এবং ঝামেলা এড়াতে নিচের লিঙ্কে ক্লিক করে order করুন।

FAQ:

১। প্রশ্নঃ নটরডেম কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে?

উত্তরঃ নটরডেম কলেজে ভর্তি হতে পয়েন্ট লাগবে

২। প্রশ্নঃ নটরডেম কলেজে ভর্তির খরচ কত?
উত্তরঃ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি ফি সংক্রান্ত তথ্য উপরে উল্লেখ করা হয়েছে।

৩। প্রশ্নঃ নটরডেম কলেজে কি মেয়েরা পড়ে

উত্তরঃ না , নটরডেম কলেজে মেয়েরা পড়ে না।

৪। প্রশ্নঃ নটরডেম কলেজে পড়ার যোগ্যতা

উত্তরঃ এই পোস্টে বিস্তারিত উল্লেখ করা আছে নটরডেম কলেজে পড়ার যোগ্যতা।

৫। প্রশ্নঃ নটরডেম কলেজ কি সরকারি না বেসরকারি

উত্তরঃ নটরডেম কলেজ বেসরকারি প্রতিষ্ঠান।

৬। প্রশ্নঃ নটরডেম কলেজে কতজন শিক্ষার্থী চান্স পায়?

উত্তরঃ প্রতি বছর বিজ্ঞান বিভাগে প্রায় ২০০০-২১০০ জন, মানবিকে প্রায় ৪১০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে প্রায় ৭৫০ জন ছাত্র ভর্তি করায় নটরডেম কলেজ।

আশা করছি, আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। নটরডেম কলেজে পড়ার খরচ কত তা খুব সহজ ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। শিক্ষামূলক আরও তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

Exit mobile version