কৃষি গুচ্ছ সার্কুলার ২০২৪, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আবেদন গ্রহণ চলবে ২২ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ জুলাই তারিখে।
কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
এবারের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন গ্রহণের সময়সূচি ও পরীক্ষার তারিখ ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। ২২ এপ্রিল তারিখ থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। ভর্তি আবেদন গ্রহণ করা হবে ৩০ মে পর্যন্ত।
ড. এ এস এম লুৎফুল আহসান, কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক কৃষি ভর্তি পরীক্ষার আবেদনের তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া কৃষি গুচ্ছে যুক্ত নতুন বিশ্ববিদ্যালয়টি হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এবার কৃষি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ৯ টি।
কৃষি গুচ্ছ আবেদন প্রক্রিয়া
- ১. আবেদনের জন্য নিদিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করুন।
- ২. ওয়েবসাইটে গিয়ে ‘আবেদন করুন’ অপশনে ক্লিক করুন।
- ৩. একটি আবেদন ফরম আসবে। সেই ফরমে সঠিকভাবে সব তথ্য জমা দিতে হবে।
- ৪. পছন্দের বিশ্ববিদ্যালয় বাছাই করে সাবমিট করুন।
- ৫. অতঃপর আবেদনকারীকে একটি পিন কোড ও পাসওয়ার্ড দেওয়া হবে।
- ৬. পিন ও পাসওয়ার্ডের মাধ্যমে শিক্ষার্থী নিজ নিজ আবেদন ফি পরিশোধ করতে পারবেন।
ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৩
২০১৯ অথবা ২০২০ সালের এসএসসি ও সমমান এবং ২০২১ অথবা ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায়, যারা বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন তারা কৃষি গুচ্ছের ভর্তি আবেদন করতে পারবেন।
চতুর্থ বিষয় ব্যতিত জীববিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৪.০০ পেতে হবে। এছাড়া সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।
কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা
এবার কৃষি গুচ্ছ সার্কুলার ২০২৪ – এ থাকছে মোট নয়টি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো :
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
- শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়
- শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
- পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়
- চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি
- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়
krishi guccho circular 2024
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ২০২৪
কৃষি গুচ্ছের ভর্তি কমিটির এক সভায়, ভর্তির আবেদন ও পরীক্ষা অনুষ্ঠানের তারিখের বিষয়ে সিদ্ধান্ত জানানো হয় ৮ মার্চ, শুক্রবার। এখানে বলা হয় ১৩ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
আরো দেখতে পারেন :
- ঢাবি ভর্তি ফলাফল ২০২৪
- অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৪
- জাবি ভর্তি ফলাফল ২০২৪
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ফলাফল ২০২৪