জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি ফলাফল কবে? ২২ ফেব্রুয়ারি থেকে জাবি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে । ইতোমধ্যে ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। ২২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে ফলাফল প্রকাশ করা হয়।
পর্যায়ক্রমে সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করে ফলাফল প্রকাশ করা হবে। তাই আজকের পোস্টটি জাবি ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৪ নিয়ে। কিভাবে ফলাফল দেখবেন এবং পরবর্তী পদক্ষেপগুলো আলোচনা করা হবে।
জাবি ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য আসন বরাদ্দ ১ হাজার ৮৪৪টি। আসনপ্রতি আবেদন জমা পড়েছে মোট ১ লাখ ৯৭ হাজার ৩৫৯ টি।
২২ ফেব্রুয়ার ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয়। ওইদিনই ফলাফল প্রকাশ করা হয়।পৃথক মেধাতালিকায় ছাত্র এবং ছাত্রীর ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফল দেখার ওয়েবসাইট: https://juniv-admission.org/ju-admission-result
‘এ’ ইউনিটে ৪৪৬টি আসনের বিপরীতে মোট ৫০ হাজার ৪৬১ জন শিক্ষার্থী আবেদন করেন।
২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় প্রথম শিফটে C1 ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইদিনে ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা ২৫ মিনিটে দ্বিতীয় শিফটে C ইউনিটের পরীক্ষা শুরু হবে। পরিক্ষা চলবে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত।
C1 ইউনিটে ৩২টি ছাত্র এবং ৩২টি ছাত্রী আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা যথাক্রমে ১ হাজার ৮৯৫ , ২ হাজার ৩৩৪ জন। ছাত্রদের আসনপ্রতি আবেদনকারীর সংখ্যা প্রায় ৬২ জন । ছাত্রীদের আসনপ্রতি আবেদনকারীর সংখ্যা প্রায় ৭৩ জন।
‘C’ ইউনিটে আসন সংখ্যা ছাত্রদের ১৯৪টি এবং ছাত্রীদের ১৯৪টি। এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা যথাক্রমে ১৮ হাজার ৬৬ , ২১ হাজার ৭৭৯ জন। ছাত্রদের আসনপ্রতি আবেদনকারীর সংখ্যা প্রায় ৯৬ জন । ছাত্রীদের আসনপ্রতি আবেদনকারীর সংখ্যা প্রায় ১১২ জন।
২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এবং ২৮ ফেব্রুয়ারি (বুধবার) দু’দিন ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্ভবত সেদিনই ফলাফল প্রকাশ করা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি ফলাফল দেখার ওয়েবসাইট: https://juniv-admission.org/ju-admission-result
২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) প্রথম দুই শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইদিনে সকাল ১১টা ৫০ মিনিটে IBA পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৯ ফেব্রুয়ারি শেষ দুই শিফটে ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ মার্চ চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৪ ফলাফল জানবেন যেভাবে
জাবির পরীক্ষা অনুষ্ঠিত হবার পরপরই ভর্তির দাপ্তরিক ওয়েবসাইটে চোখ রাখুন।
জাবির সকল ভর্তি বিষয়ক তথ্য জানার ওয়েবসাইট : https://juniv-admission.org
ফলাফল যেদিন প্রকাশিত হবে, সেদিন নিজ নিজ স্টুডেন্ট প্যানেলে লগইন করে নিজের রেজাল্ট জানা যাবে। লগইন করার ওয়েবসাইট : https://juniv-admission.org/login
শিক্ষার্থীরা নিজেদের প্যানেলে লগইন করতে আবেদনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর ও পাসওয়ার্ড প্রয়োজন হবে। নিজ স্টুডেন্ট প্যানেলে ঢুকলে সেখানে রেজাল্টের বিস্তারিত জানা যাবে।
জাবি সকল ইউনিটের ফলাফল দেখার নিয়ম
জাবি সকল ইউনিটের প্রকাশিত রেজাল্ট জানা যাবে নিচের ওয়েবসাইটে:
প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা (২০২৩-২০২৪)
ইউনিট ভিত্তিক বিস্তারিত ফলাফল
ব্যক্তিগত ফলাফল (ইউনিট ভিত্তিক) প্রোফাইলে লগইন করে দেখুন লগইন
ইউনিট / ইনস্টিটিউট | ফলাফল | |
---|---|---|
A ইউনিট | গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি | Male Merit |
Female Merit | ||
C1 ইউনিট | কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ | Male Present |
Female Present | ||
C ইউনিট | কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট | Male Science Merit |
Male Humanities Merit | ||
Male Business Merit | ||
Male English Merit | ||
Male BICLC Merit | ||
Female Science Merit | ||
Female Humanities Merit | ||
Female Business Merit | ||
Female English Merit | ||
Female BICLC Merit | ||
D ইউনিট | জীববিজ্ঞান অনুষদ | Male Merit |
Female Merit |
E ইউনিট | বিজনেস স্টাডিজ অনুষদ | Male Business Merit |
Male Non-Business Merit | ||
Female Business Merit | ||
Female Non-Business Merit |
https://juniv-admission.org/ju-admission-result
- উল্লিখিত ঠিকানাটি কপি করে ব্রাউজারে পেস্ট করুন।
- এখানে ইউনিট ভিত্তিক বিস্তারিত ফলাফল লেখা একটি পাতা দেখা যাবে।
- ওয়েবসাইটের “ফলাফল” পাতায় কোন কোন ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে তা দেখা যাবে।
- এখানে আপনার ইউনিটের ফলাফল প্রকাশিত হলে ফলাফলের লিংকটিতে ক্লিক করুন।
- পিডিএফ কপিতে প্রকাশিত রেজাল্ট দেখা যাবে।
জাবি ভর্তির পরবর্তী কার্যক্রম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলমান থাকবে ২৯ ফেব্রুয়ারি অবধি। এরপর ৩-৫ ফেব্রুয়ারি ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জাবি কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি প্রথম মেধাতালিকা প্রকাশের পর, ভর্তির তারিখ জানাবে। এরপর, খালি আসনের জন্য শিক্ষার্থীরা মাইগ্রেশন করতে পারবে।
দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের পর, ফাঁকা আসনে ভর্তির সুযোগ থাকবে। এছাড়াও, বিভাগ পরিবর্তনের সুযোগও থাকবে।
এভাবে আসন ফাঁকা থাকা পর্যন্ত, পর্যায়ক্রমে মেধাতালিকা প্রকাশ এবং বিষয়ভিত্তিক মাইগ্রেশন চলবে।
তাই পরবর্তী সকল আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের ওয়েবসাইট ভিজিটের জন্য ধন্যবাদ।
আরো দেখতে পারেন :
অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৪