ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৪ খুব দ্রুত প্রকাশ করা হবে । তাই আজ আমরা আলোচনা করবো কিভাবে ঢাবি ক, খ, গ, ঘ ও চ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল দেখবেন।

এবছর ঢাকা বিশব্বিদ্যালয়ে ৫ হাজার ৯৬৫ টি আসনের বিপরীতে , মোট ২ লক্ষ ৭৮ হাজার ৯৯৬ টি আবেদন জমা পড়েছে। হিসেব অনুযায়ী, এখন অবধি প্রতি আসনের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৪৭ টি ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা যেভাবে আলাদা আলাদা  অনুষ্ঠিত হয়। ঠিক একইভাবে সকল ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্টও আলাদা আলাদা সময়ে প্রকাশ করা হয়। 

তবে আপনি খুব সহজেই অনলাইনে ও মোবাইল এসএমএস এর মাধ্যমে ঢাবি ভর্তি ফলাফল ২০২৪  দেখতে পারবেন। যার জন্য  কিছু সাধারন নিয়মাবলী অনুসরণ করতে হবে।আজ সেগুলো উপস্থাপন করা হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে?

সাধারণত পরীক্ষা গ্রহণের ১০ থেকে ১৫ দিনের মধ্যে ঢাবি ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তবে কিছু কিছু ইউনিটের পরীক্ষা গ্রহণের এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়।

পরীক্ষা শেষে খুব দ্রুত সময়ের মধ্যে  উত্তরপত্রের ও.এম.আর সিট  কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন করা হয়। এবারের ২০২৩-২০২৪ সেশনে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  তিনটি পরীক্ষা বিভাগীয় শহরে, একটি ঢাকায় অনুষ্ঠিত হবে। 

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা শুরু হয় ৮ ফেব্রুয়ারি থেকে। আর ২৩ ফেব্রুয়ারি কলা, আইন এবং  সামাজিক বিজ্ঞান ইউনিটের পরিক্ষার মাধ্যমে শুরু হবে ভর্তি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ৯ মার্চ এর মধ্যে। তবে বিশেষ পরিস্থিতিতে এই সময় পরিবর্তন করতে পারে সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

ঢাবি ভর্তি রেজাল্ট ২০২৩-২০২৪

সাধারনত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বেলা ১১ টায় শুরু হয় এবং সাড়ে ১২ টায় শেষ হয়। মোট ৯০ মিনিটের পরীক্ষার প্রথম  ৪৫ মিনিট এমসিকিউ পরীক্ষা এবং দ্বিতীয়  ৪৫ মিনিট লিখিত পরীক্ষা  অনুষ্ঠিত হয় ।

  ইউনিটি অনুসারে mcq পরীক্ষা  ৬০ নম্বর এবং লিখিত পরীক্ষা ৪০ নম্বর  অর্থাৎ,  মোট ১২০ নাম্বারের পরীক্ষা নেওয়া হয় । প্রতিটি ইউনিটের পরীক্ষা আলাদা আলাদা এবং ভিন্ন তারিখে অনুষ্ঠিত হয় । অনুরুপ ভাবে এবারও ঢাবি ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪ অনুষ্ঠিত হবে এবং ফলাফল প্রকাশ করা হবে। 

ঢাবি ভর্তি পরীক্ষা কত নম্বরে?

চারুকলা ইউনিট ব্যতীত অন্য ইউনিটগুলোতে ৬০ নম্বরের বহুনির্বাচনী এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। শুধু চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের বহুনির্বাচনী এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেওয়া হয়ে থাকে ৷

চারুকলা ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষা দেওয়ার জন্য ৬০ মিনিট সময় থাকবে৷ অন্য ইউনিটগুলোয় বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় থাকবে৷ 

মোট ১২০ নম্বরের ভিত্তিতে পরীক্ষায় শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে৷ এর মধ্যে ভর্তি পরীক্ষার উপর  ১০০ নাম্বার এবং মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফলাফলের উপর থাকবে ২০ নাম্বর৷

ঢাবি ক ইউনিট ভর্তি ফলাফল  ২০২৪

 ঢাবি ক ইউনিট হলো বিজ্ঞান অনুষদভুক্ত একটি ইউনিট । ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত  ‘ক’  ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ১ মার্চ , ২০২৪ শুক্রবার   অনুষ্ঠিত হবে ।

ক  ইউনিটে মোট আসন আছে এক হাজার ৮৫১টি। এ পর্যন্ত ক ইউনিটে মোট আবেদন জমা পড়েছে এক লক্ষ ২২ হাজার ৮২ টি । সুতরাং, আসনপ্রতি আবেদনকারীর সংখ্যা ৬৬ জন। 

ঢাবি খ ইউনিট ভর্তি রেজাল্ট ২০২৪

ঢাবি ‘খ’ ইউনিট হলো কলা অনুষদভুক্ত  একটি ইউনিট। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি, ২০২৪   শনিবার অনুষ্ঠিত হবে । 

আসনপ্রতি আবেদন জমা পড়েছে ১ লক্ষ ১২ হাজার ২২৬ টি। ‘খ’ ইউনিটে সিট সংখ্যা ২ হাজার ৯৩৪ টি। সুতরাং আসনপ্রতি আবেদনকারীর সংখ্যা ৩৮ জন। 

ঢাবি গ ইউনিট ভর্তি রেজাল্ট ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট হলো ব্যবসা শিক্ষা  অনুষদভুক্ত ।  গ  ইউনিটে মোট আসন আছে এক হাজার ৪০টি।  এ পর্যন্ত গ ইউনিটে আবেদন জমা পড়েছে ৩৭ হাজার ৬৫০ টি। সুতরাং, আসনপ্রতি আবেদন প্রায় ৩৬ টি ।

ঢাবি চ ইউনিট ভর্তি রেজাল্ট ২০২৩

 চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের আবেদন জমা পড়েছে ৭ হাজার ৩৮ টি । আসনসংখ্যা ১৩০ টি এবং প্রতি আসনের জন্য আবেদনকারীর সংখ্যা ৫৪ জন। 

অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি ফলাফল দেখবেন কীভাবে?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল খুব সহজেই অনলাইনের মাধ্যমে নেওয়া যাবে।  এজন্য আপনাকে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে যার নিয়মকানুন নিচে প্রদান করা হলো:

  • শুরুতেই এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন:   www.du.ac.bd/admissionresult  
  • অতঃপর আপনার এইচএসসি পরীক্ষার রোল নাম্বার, পাশের সাল এবং বোর্ডের নাম উল্লেখ করুন
  • একইভাবে এসএসসি পরীক্ষার রোল নাম্বার দিন 
  • এরপর সাবমিট বাটনে ক্লিক করুন

এসএমএসের মাধ্যমে ঢাবি ভর্তি ফলাফল

এসএমএস এর মাধ্যমে ঢাবি ভর্তি ফলাফল পাওয়ার জন্য আপনাকে প্রথমেই আপনার মোবাইল মেসেজ অপশনে যেতে হবে। এরপর নিচে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করুন:

Example: DU <space> CHA <space> roll send: 16321

Example: DU CHA roll send: 16321

অল্প কিছু সময়ের ভেতর আপনার ফলাফল ফিরতি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। 

উপসংহার

প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও সমমানের এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার জিপিএর ওপর ১০ করে মোট ২০ নম্বর যোগ করে ক, খ, গ, ঘ এবং চ এই ৫টি ইউনিটেই মেধাতালিকা প্রস্তুত করা হবে । 

ঢাবিতে আবেদনকৃত শিক্ষার্থীদের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে যে, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বিজ্ঞান  ইউনিটে এবং সবচেয়ে কম আবেদন জমা পড়েছে ব্যবসা শিক্ষা ইউনিটে । 

আসনপ্রতি প্রতিযোগীর সংখ্যার  বিবেচনা করলে দেখা যায়, সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে ক ইউনিটে এবং  সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বিতা হবে  ব্যবসা শিক্ষা ইউনিটে । চারুকলা ইউনিটে যেহেতু সিট সংখ্যা কম, সেহেতু এখানে সেই তুলনায় বেশি আবেদন জমা পড়েছে। 

 উপরের নিয়ম গুলো ফলো করে ঢাকা  বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৪   দেখতে পারবেন । পরবর্তী সকল আপডেট ও মাইগ্রেশানের ফলাফল এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তির তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন।

4 thoughts on “ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *