প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার কিছু একাডেমিক ও আবাসিক খরচ রয়েছে। যে খরচের উপর নির্ভর করে একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার প্রস্তুতি নিয়ে থাকে। ঠিক তেমনি ঢাবি অধিভুক্ত ইডেন মহিলা কলেজে পড়ার খরচ রয়েছে। ইডেন মহিলা কলেজ এক্রটি সরকারি কলেজ তাই এর খরচ তুলনামূলক কম।
ইডেন মহিলা কলেজে পড়ার খরচ
৪ বছরে ইডেন মহিলা কলেজে একাডেমিক খরচ হতে পারে সর্বমোট প্রায় ৪০ থেকে ৫০,০০০ টাকা। ডিপার্টমেন্ট ভেদে এর খরচ কমবেশি হতে পারে। বিজ্ঞান বিভাগের ছাত্রীদের প্রাক্টিলে আলাদা ফি লাগবে।
বর্ষ | ভর্তি ফি | ফর্ম ফিলাপ | অতিরিক্ত | মোট |
১ম বর্ষ | সর্বোচ্চ ৮,০০০ | সর্বোচ্চ ৫,০০০ টাকা | সর্বোচ্চ ১,০০০ টাকা | ১৪,০০০ টাকা |
২য় বর্ষ | সর্বোচ্চ ৫,০০০ টাকা | সর্বোচ্চ ৪,০০০ টাকা | সর্বোচ্চ ১,০০০ টাকা | ১০,০০০ টাকা |
৩য় বর্ষ | সর্বোচ্চ ৫,০০০ টাকা | সর্বোচ্চ ৪,০০০ টাকা | সর্বোচ্চ ১,০০০ টাকা | ১০,০০০ টাকা |
৪র্থ বর্ষ | সর্বোচ্চ ৫,০০০ টাকা | সর্বোচ্চ ৪,০০০ টাকা | সর্বোচ্চ ১,০০০ টাকা | ১০,০০০ টাকা |
সর্বমোট | ৪৪,০০০ টাকা |
পড়ার খরচ ও অনার্স ১ম বর্ষ ভর্তির বিজ্ঞপ্তি
পড়ার খরচ ও অনার্স ২য় বর্ষ ভর্তির বিজ্ঞপ্তি
Recent Posts
- সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩
- ঢাবি ৭ কলেজের সিট সংখ্যা
- ইডেন মহিলা কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩
- কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪
- বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪
অনার্স ৩য় বর্ষ ভর্তির বিজ্ঞপ্তি
অনার্স ৪র্থ বর্ষ ভর্তির বিজ্ঞপ্তি
- কৃষি গুচ্ছ রেজাল্ট ২০২৫
- বুয়েটে পড়ার খরচ কত
- নটরডেম কলেজে পড়ার খরচ কত
- অনলাইন বাস টিকেট বুকিং
- হানিফ অনলাইন বাস টিকেট
ইডেন কলেজ সাবজেক্ট লিস্ট
ইডেন কলেজে ৪ টি অনুষদে মোট ২২ টি বিভাগ রয়েছে। ইডেন কলেজের অনুষদ গুলো হলোঃ-
- কলা অনুষদ
- সমাজবিজ্ঞান অনুষদ
- বিজ্ঞান অনুষদ
- বাণিজ্য অনুষদ
কলা অনুষদের বিষয় সমূহ
- বাংলা
- ইংরেজি
- দর্শন
- ইতিহাস
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
- ইসলামিক স্টাডিজ
সামাজিক বিজ্ঞান অনুষদের বিষয়সমূহ
- অর্থনীতি
- রাষ্ট্রবিজ্ঞান
- সমাজবিজ্ঞান
- সমাজকর্ম
বিজ্ঞান অনুষদের বিভাগ সমূহ
- উদ্ভিদবিজ্ঞান
- প্রাণিবিজ্ঞান
- গণিত
- রসায়ন
- পদার্থবিজ্ঞান
- ভূগোল ও পরিবেশ বিদ্যা
- মনোবিজ্ঞান
- গার্হস্থ্য বিজ্ঞান
- পরিসংখ্যান বিভাগ
বানিজ্য অনুষদের বিভাগ সমূহ
- হিসাব বিজ্ঞান
- ব্যবস্থাপনা বিভাগ
- মার্কেটিং
- ফাইন্যান্স ও ব্যাংকিং
ইডেন মহিলা কলেজ হোস্টেল
- খোদেজা খাতুন ছাত্রীনিবাস
- জেবুন্নেছা ছাত্রীনিবাস
- রাজিয়া বেগম ছাত্রীনিবাস
- হযরত আয়েশা সিদ্দিকা ছাত্রীনিবাস
- হানসা বেগম ছাত্রীনিবাস
- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রীনিবাস
ইডেন মহিলা কলেজ হল খরচ
মোট ৬টি হল আছে ঢাবি অধিভুক্ত ইডেন মহিলা কলেজে। শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে প্রতি বছর থাকার খরচ ৭,০০০ টাকা এবং প্রতি বছর রিনিউ করতে হয়। বাকি ৫টি হলে চার বছরের হল খরচ খাবার খরচ ব্যতীত সর্বমোট ১৪ থেকে ১৫,০০০ টাকা হতে পারে। খাবার খরচ নিজের উপর নির্ভর করে।
People also ask:-
- ইডেন মহিলা কলেজ ভর্তি তথ্য ২০২৩ – ভর্তি তথ্য দেখতে ক্লিক করুন
- ইডেন মহিলা কলেজ নোটিশ বোর্ড – নোটিশ বোর্ড দেখতে ক্লিক করুন
- ইডেন মহিলা কলেজ ফোন নাম্বার – +880-2-58613053
- ইডেন কলেজে কি hsc আছে? – না , নেই।
- ইডেন কলেজের মেয়েদের নাম্বার – ক্লিক করুন
- ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি – তামান্না জেসমিন রিভা।
- ইডেন মহিলা কলেজ কি সরকারি – হ্যাঁ
ইডেন কলেজ বাস রুট
ছুটির দিন ব্যতিত প্রতিদিন ইডেন মহিলা কলেজের মোট বাস ৪ টি চলাচল করে।
- চন্দ্রমল্লিকা বাস সকাল ৭:১৫ মিনিটে মিরপুর সাড়ে ১১ থেকে কলেজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
- মিরপুর সাড়ে ১১ – পল্লবী – মিরপুর ১১ – মিরপুর ১০ – মিরপুর ২ – মিরপুর ১ – টেকনিক্যাল মোড় – কল্যানপুর – শ্যামলী – শিশু মেলা – আসাদ গেট হয়ে কলেজ আসে।
- দুপুর ৩.১৫ মিনিটে পর্যায় ক্রমে কলেজ থেকে মিরপুর সাড়ে ১১ পর্যন্ত চলাচল করে।
- রক্তকরবী বাস সকাল ৭:৪৫ মিনিটে যাত্রাবাড়ী থেকে কলেজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
- যাত্রাবাড়ী – ধোলাইপাড় – দয়াগঞ্জ মোড় – রাজধানী মার্কেট – জয়কলী মন্দির – গুলিস্তান হয়ে কলেজ আসে।
- দুপুর ৩:১৫ মিনিটে পর্যায় ক্রমে কলেজ থেকে যাত্রীবাড়ি পর্যন্ত চলাচল করে।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইডেন মহিলা কলেজ পড়ার খরচ, ইডেন মহিলা কলেজের বাসের রুট, ইডেন মহিলা কলেজের হল ও ইডেন মহিলা কলেজের সাবজেক্ট সমূহ নিয়ে আলোচনা করার । এ্য বাইরে অতিরিক্ত কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না কি ন্তু।
সকল তথ্য ইন্টারনেট ও ইডেন মহিলা কলেজের ছাত্রী কর্তৃক সংগ্রহ করা।