সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ, গার্হস্থ্য অর্থনীতি ও প্রযুক্তি ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।আগামী ২১ই মার্চ থেকে ২৫ই এপ্রিল পর্যন্ত ঢাবি অধিভুক্ত সাত কলেজে আবেদন করা যাবে।ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১০ মে থেকে শুরু হয়ে ১১ মে পর্যন্ত চলবে।সাত কলেজে কলা ও সমাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১০মে, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৭ মে এবং ১১ মে অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা।

এছাড়াও ঢাবি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ( প্রযুক্তি ইউনিটের) ভর্তি পরীক্ষা ১৮মে এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি পরীক্ষা ২৫ মে অনুষ্ঠিত হবে।

সকল ইউনিটের পরীক্ষা নির্ধারিত তারিখে সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি আবেদন ফি – ৬০০ টাকা।

  • ঢাকা কলেজ
  • ইডেন মহিলা কলেজ
  • কবি নজরুল কলেজ
  • মিরপুর বাংলা কলেজ
  • সরকারি তিতুমীর কলেজ
  • সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
  • বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ

৭ কলেজে ভর্তি যোগ্যতাঃ সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ ২০২৩ অনুযায়ী ভর্তিচ্ছু পরীক্ষার্থীকে বিজ্ঞান ইউনিটের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ৪র্থ বিষয়সহ মোট জিপিএ ৭.০০ , কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ৪র্থ বিষয়সহ মোট জিপিএ ৬.০০ এবং বানিজ্য ইউনিটের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ ৬.৫০ পেতে হবে।

কাজের ভিত্তিতে ৭ কলেজের একাধিক ওয়েবসাইট রয়েছে। ভর্তি সংক্রান্ত কাজে ব্যবহার করা সাত কলেজের ওয়েবসাইট হলো: https://collegeadmission.eis.du.ac.bd/

৭ কলেজ আসন সংখ্যা মোট ২১ হাজার ৫১৩ টি। যার মধ্যে সর্বোচ্চ আসন কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ৯ হাজার ৭০৩ টি, বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০ টি এবং বাণিজ্য ইউনিটে আসন সংখ্যা ৫ হাজার ৩১০ টি।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ভর্তি সার্কুলার ২০২৪ এখনো ওয়েবসাইটে প্রকাশিত হয় নি। প্রকাশিত হওয়া মাত্রই ওয়েবসাইটে যুক্ত করা হবে।

৭ কলেজে কি নেগেটিভ মার্কিং আছে?

উত্তর:- না, ৭ কলেজে নেগেটিভ মার্কিং নেই। তাই এখানে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি।

ঢাকার ৭টি কলেজে সিট কয়টি?

উত্তর:- ঢাকার ৭টি কলেজের সিট সংখ্যা ২৩ হাজার ৪৯০ টি প্রায়।

৭ কলেজে ভর্তি হতে কত টাকা লাগে?

উত্তর:- সাত কলেজ এডমিশন সার্কুলার 2024 অনুযায়ী আবেদন ফি ৬০০ টাকা এবং পরীক্ষার পর চূড়ান্ত ভাবে সিলেক্ট হলে ইউনিট ভেদে বিভিন্ন ব্যয় হিসেবে ৬০০০ থেকে ৮০০০ টাকা পর্যন্ত ৭ কলেজে খরচ লাগে।ইডেন মহিলা কলেজে পড়ার খরচ একই।

সাত কলেজে পরীক্ষা দিতে কত পয়েন্ট লাগবে?

উত্তর:- ঢাবি অধিভুক্ত ৭ কলেজে ভর্তি পরীক্ষা দিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ পেতে হবে বিজ্ঞান ইউনিটের জন্য, বানিজ্য ইউনিটের জন্য জিপিএ ৬.৫০ এবং মানবিক ও সমাজ বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএ ৬.০০ পেতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ কি কি ?

উত্তর:- ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাংলা কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার রুটিন ও সিট প্ল্যান প্রকাশিত

4 thoughts on “সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *