মানবিক থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল এ টু জেড জেনে নিন

মানবিক থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল এ টু জেড জেনে নিন

কলেজ লাইফ শেষ করে অনেকের মাথায় একটি কমন প্রশ্ন হলো মানবিক থেকে কোন বিষয়ে অনার্স করা ভালো। এটি নিয়ে দুশ্চিন্তা কিংবা দ্বিধায় পড়ে থাকার কোনো কারণ নেই। আজকের এই লেখাটি পড়ার পর আশা করছি আপনার আর চিন্তার কিছু থাকবে না। অনার্সে মানবিক বিভাগের অনেক গুলো বিষয় এ স্নাতক ডিগ্রি অর্জন করা যায়। আর্টস বিভাগ কে অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে। কিন্তু দেশ ও দেশের বাইরে মানবিক এর কয়েকটি বিষয়ে অনেক চাহিদা আছে। অনেক ধরনের এনজিও ও আন্তর্জাতিক সংস্থা যোগ্য লোক কাজ করানোর জন্য খুঁজে পায় না। 

অনার্স এর বিষয় কি কি?

ইংরেজি,বাংলা,অর্থনীতি,রাষ্ট্রবিজ্ঞান,দর্শন,সমাজবিজ্ঞান,ইতিহাস,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি,লোক প্রশাসন,আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক। 

আরো জানুনঃ

অনার্সে সবচেয়ে কঠিন সাবজেক্ট কোনটি

মানবিক বিভাগের অন্যতম কঠিন সাবজেক্ট গুলো হলো ইংরেজি, বাংলা এবং অর্থনীতি। অনার্সের এই কয়টি বিষয়ে অনেক বেশি পড়াশুনা করতে হয়। এর পাশাপাশি অনেক ভালো টিউশন এর প্রয়োজন হয়। অনেকেই ক্লাস লেকচারে সব কিছু বুঝতে পারে না। 

মানবিক থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল এ টু জেড জেনে নিন

অনার্সে সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটি

রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, মনোবিজ্ঞান, ভূগোল, লোক প্রশাসন ইত্যাদি তুলনামূলক ভাবে একটু সহজ অন্যান্য গুলোর তুলনায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকার শিক্ষার্থীরা দেখা যায় যে পরীক্ষার অল্প কিছুদিন আগে সাজেশন বই কিনে পড়ে ভালো রেজাল্ট করতে পারে।

আর্টস এর সেরা সাবজেক্ট

মানবিক বিভাগের সেরা সাবজেক্ট গুলোর মধ্যে আইন, বাংলা, অর্থনীতি এবং ইংরেজি অনেক বেশি ভালো। কারণ এইগুলো সাবজেক্ট এর জন্য বাংলাদেশে জব সেক্টর অনেক বেশি।

আর্টস নিয়ে পড়ে কি কি হওয়া যায়?

বাংলা ও ইংরেজী বিষয়ে অনার্স করলে সব থেকে ভালো পেশা হিসেবে শিক্ষকতা কে বেছে নিতে পারেন। সরকারি বেসরকারি অনেক স্কুল ও কলেজে প্রচুর পরিমাণ শিক্ষকের চাহিদা থাকে। আইন বিষয়ে পড়ে আপনি ব্যারিস্টার বা বিচারক হতে পারবেন। 

আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায়

অর্থনীতি পড়ার পর বিভিন্ন ব্যাংক সেকশন আছে। এছাড়া রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, লোক প্রশাসন নামের এই বিষয়গুলোতে অনার্স করলে আপনি এনজিও, প্রশাসন সংক্রান্ত অনেক অফিসে চাকরি করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট লিংক – http://app1.nu.edu.bd/

১। বিজ্ঞান থেকে কি মানবিক বিভাগে অনার্স করা যায়?

উত্তর: জ্বী। অবশ্যই যায়। বিজ্ঞান এমন একটি বিষয় যেখান থেকে চাইলে যেকোনো দিকে পরিবর্তন করা যায়।

২। মানবিক থেকে কি অনার্সে বিজ্ঞান বিভাগে যাওয়া যায়?

উত্তর: না। মানবিক বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের বিষয়ে অনার্স করতে পারে না।

৩। কোন ধরনের বিশ্ববিদ্যালয়ে অনার্স ভালো হবে মানবিক বিভাগ থেকে?

উত্তর: পাবলিক বিশ্ববিদ্যালয় সবথেকে ভালো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স করা যেতে পারে কিন্তু শিক্ষার গুণগত মান তুলনমূলকভাবে কম। 

One thought on “মানবিক থেকে কোন বিষয়ে অনার্স করা ভাল এ টু জেড জেনে নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *