বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুধুমাত্র পুরুষদের জন্য প্রযোজ্য। 

আবেদন শুরুর তারিখ: ০৫ সেপ্টেম্বর ২০২৪

Airman English Practice – ফ্রি এক্সাম লিঙ্ক – https://forms.gle/G8qLKGoFM7BcByAm9

আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৪

শিক্ষাগত যোগ্যতা

  • সাইফার এসিস্ট্যান্ট: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি/বিকম/বিএ (স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম ১০০ নম্বর)/ সমমান-এ ন্যূনতম সিজিপিএ ২.৫ থাকতে হবে।
  • টেকনিক্যাল ট্রেড: এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫।
  • নন-টেকনিক্যাল: এসএসসি/সমমান পরীক্ষায় যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫।
  • প্রভোস্ট: এসএসসি/সমমান পরীক্ষায় যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫।

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ যোগ্যতা

বিশেষ শিক্ষাগত যোগ্যতা

সাইফার এসিস্ট্যান্ট:

যে কোন স্বীকৃত কারিগরী প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবে।

টেকনিক্যাল ট্রেড:

যে কোন স্বীকৃত কারিগরী প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবে।

অন্যান্য যোগ্যতা

  • জাতীয়তা: বাংলাদেশি পুরুষ নাগরিক।
  • বয়স: সকল ট্রেড: ১৬-২১ বছর (০৩ এপ্রিল ২০২৫ তারিখে)। সাইফার এসিস্ট্যান্ট: সর্বোচ্চ ২৮ বছর (০৩ এপ্রিল ২০২৫ তারিখে)।

(বিঃ দ্রঃ বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়)

  • বৈবাহিক অবস্থা: সকল ট্রেড: অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেনকারী/তালাকপ্রাপ্ত নয়)। সাইফার এসিস্ট্যান্ট: বিবাহিত/অবিবাহিত (বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।
  • উচ্চতা: সকল ট্রেড: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।

প্রভোস্ট: ন্যূনতম ৫ ফুট ৮ ইঞ্চি।

  • ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী।
  • বুকের মাপ : ন্যূনতম ৩০ ইঞ্চি; প্রসারণ ২ ইঞ্চি।
  • চোখ: ৬/৬ স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)।

Airman English Practice – ফ্রি এক্সাম লিঙ্ক – https://forms.gle/G8qLKGoFM7BcByAm9

অযোগ্যতা

১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত।

২। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।

৩। সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত।

বিমান সেনা নিয়োগ ২০২৪ সার্কুলার এন্ট্রি নং ৫৩

নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ

  • সাইফার এসিস্ট্যান্ট: আইকিউ, সাধারণ জ্ঞান ও ইংরেজি, স্বাস্থ্যগত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা।
  •  টেকনিক্যাল ট্রেড: আইকিউ, ইংরেজি, গণিত, পদার্থ বিজ্ঞান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা।
  • নন-টেকনিক্যাল: আইকিউ, ইংরেজি ও সাধারণ জান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা।
  • প্রভোস্ট: আইকিউ, শারীরিক দক্ষতা যাচাই, ইংরেজি ও সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা।

বিঃ দ্রঃ প্রভোস্ট ট্রেডের সফল প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে।

More

ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি

  • বিভাগ ও জেলা পরীক্ষা কেন্দ্র: সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য। 
  • পরীক্ষার কেন্দ্র: বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র।
  • পরীক্ষা শুরুর তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৪ (সম্ভাব্য)।
  • পরীক্ষার সময়সূচী: আবেদনপত্র জমা হওয়া সাপেক্ষে টেকনিক্যাল, নন-টেকনিক্যাল, প্রভোস্ট ও সাইফার এসিস্ট্যান্ট ট্রেডের পরীক্ষার সময়সূচি ১৯ সেপ্টেম্বর ২০২৪ থেকে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইট https://joinairforce.baf.mil.bd এবং https://baf.mil.bd প্রকাশিত হবে।

Airman English Practice – ফ্রি এক্সাম লিঙ্ক – https://forms.gle/G8qLKGoFM7BcByAm9

অনলাইনে আবেদনের নিয়মাবলী

  • অফিসিয়াল ওয়েবসাইট https://joinairforce.baf.mil.bd ভিজিট করে Apply now এ ক্লিক করুন। 
  • ক্লিক করার পর পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে ২০০/-(দুইশত টাকা) পরিশোধ করতে হবে।
  • ফি পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড

প্রেরণ করা হবে।

  •  এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ‘Login’ -এ ক্লিক করে অনলাইন আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে।
  • আবেদনপত্র ‘Submit’ করার পর পরীক্ষার প্রবেশপত্র ‘Download’ করা যাবে।

যোগদানের সম্ভাব্য তারিখঃ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – ০৩ এপ্রিল ২০২৫

প্রাথমিক প্রশিক্ষণের সময়কাল: ৩৬ সপ্তাহ (সকল ট্রেড), ১৮ সপ্তাহ (সাইফার এসিস্ট্যান্ট)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *