Site icon স্বরবর্ণ

গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৩-২০২৪

গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২৪

গুচ্ছ ২০১৯, ২০২০ ও ২০২১ সালের এসএসসি/সমমান এবং ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (ভোকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় (সমমান নির্ধারণ সাপেক্ষে) উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা হতে HSC/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে যথাক্রমে ইউনিট A ,ইউনিট B, ও ইউনিট C তে আবেদন করতে পারবেন।

আরো জানুনঃ

গুচ্ছ ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৩ :

ইউনিট- A: বিজ্ঞান শাখা হতে HSC/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের SSC/সমমান ও HSC/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান) এবং ভোকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত হবে।

ইউনিট-B: মানবিক শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ ৬.০০ থাকতে হবে। মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড মানবিক শাখা হিসাবে বিবেচিত হবে।

ইউনিট-C: বাণিজ্য শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি / সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ  ৬.৫০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা  বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা (HSC) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসাবে হবে। জিসিই-এর ক্ষেত্রে ও লেভেল পরীক্ষায় কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং আইএএল (এ লেভেল) পরীক্ষায় কমপক্ষে ২টি বিষয়ে B গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে। এক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট নম্বরপত্র আপলোডসহ আবেদনের পর সমমান ও যোগ্যতা নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদনক্রমে আবেদন করতে হবে।

আবেদন করার নির্দেশিকা ও বিস্তারিত তথ্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd) ও GST বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে পাওয়া যাবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ :

তারিখ ও বার সময়পরীক্ষা
২৭/০৪/২০১৪ খ্রি. (শনিবার) দুপুর ১২:০০টা হতে দুপুর ০১:০০টা পর্যন্তইউনিট এ (বিজ্ঞান)
২৭/০৪/২০১৪ খ্রি. (শনিবার) বিকাল ০৩:০০ টা থেকে বিকাল ০৪:০০ টা পর্যন্তআর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা
০৩/০৫/২০১৪ খ্রি. (শুক্রবার)বেলা ১১:০০টা হতে দুপুর ১২:০০টা পর্যন্ত ইউনিট বি (মানবিক)
১০/০৫/২০১৪ খ্রি. (শুক্রবার)বেলা ১১:০০টা হতে দুপুর ১২০০০টা পর্যন্তইউনিট সি (বাণিজ্য)

ভর্তি পরীক্ষার ফলাফল :

প্রতিটি ইউনিটের ফলাফল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-এ প্রকাশিত হবে। ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। শুধুমাত্র GST গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই যোগ্যতা থাকা সাপেক্ষে পছন্দকৃত বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে “GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটি (২০২৩-২০২৪) “-র সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের নাম ২০২৩ – GST (General, Science & Technology):

Exit mobile version